ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

ট্রাম্পকে নিয়ে হাস্য-কৌতুক ব্যবসা রমরমা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
ট্রাম্পকে নিয়ে হাস্য-কৌতুক ব্যবসা রমরমা

যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পকে নিয়ে কি না হচ্ছে? ট্রাম্প নিজে ব্যবসায়ী। কিন্তু তাকে ঘিরেও যে ব্যবসা হতে পারে তা হয়তো ট্রাম্প নিজেও জানতেন না।

যুক্তরাষ্ট্রের বাজারে এখন ট্রাম্প প্রডাক্ট। তার মধ্যে আধা ডজনই হবে ট্রাম্প মাস্ক। এছাড়াও রয়েছে বাজারের থলে, মাথার হ্যাট, হাতের ঘড়ি। সবকিছুতেই ছড়ানো হয়েছে হাস্য-কৌতুক।

এই ফিগারটি দেখুন। নাম দেওয়া হয়েছে ডনাল্ড ট্রাম্প ফিগার। শক্ত সুঠামদেহে মুখমণ্ডল আছে ঠিকই কিন্তু তাতে কোনও মুখ নেই। বাচাল ট্রাম্পের জন্য এ বড়ই শাস্তি বটে। এটি বাজারে এনেছে অলপোস্টার্স.কম। যার দাম রাখা হয়েছে ৯.০৯ ডলার।

ট্রাম্প আঁকার বই। লাল আই নীলে যেমন খুশি আঁকা যাবে এই বইয়ে। তাতে ট্রাম্পের বিরক্তিকর টুইটগুলো থেকেতো অন্তত দূরে থাকা যাবে। ওভারস্টক.কম এর এই পণ্যের দাম রাখা হয়েছে ৯.৩০ ডলার।

ট্রাম্প মোজার কদর মিলছে। মোজার গায়ে ট্রাম্পের ছবি। কিন্তু তার চুল উড়ে এসে পায়ে সুরসুরি দেওয়ার ব্যবস্থা। গামবলপুডল.কম এই প্রডাক্ট বাজারে ছেড়েছে। আর সতর্কবার্তা হিসেবে বলেছে, পরার আগে পা ধুবেন না। দাম রেখেছে ৩০ ডলার।

ট্রাম্প উইগতো এখন জনপ্রিয় হবেই। ট্রাম্পের সব কথাই সবাই বিশ্বাস করে, বিশেষ করে তিনি যখন বলেন, তার চুলগুলো সত্যিকারের। সুতরাং ট্রাম্প উইগ পরে ঘুরলে কাউকে ভুল বোঝার সন্দেহ নেই, এই ভাবনান ট্রাম্প উইগ বাজারে এনেছে স্পিরিটহ্যালোইন.কম। দাম ১৬ ডলার ৯৯ সেন্ট।

হ্যাঁ এটি ডনাল্ড ট্রাম্প মাস্ক বটে। তবে ছবি যথার্থ নয় কারণ এর মডেল যে অংকের অর্থ দাবি করেছেন তত অর্থ ট্রাম্প ক্যাম্পেইনের পকেটে এখন নেই। ফান.কম এই প্রডাক্টের দাম রেখেছে ১৯ ডলার ৯৯ সেন্ট।

ডনাল্ড ট্রাম্প হুপি কুশন নামে যে গ্যাস কুশন বাজারে এসেছে তার আরেক নাম ডনাল্ড ট্রাম্প গ্যাস ব্যাগ। যার গায়ে লেখা হয়েছে- আমার মুখের ওপর বসো। আমি এমন এক বক্তৃতা দেবো যে তুমি কখনোই ভুলবে না। গ্যাসব্যাগস.কম’র এই পণ্যের দাম রাখা হয়েছে ৯ ডলার ৯৯ সেন্ট।

আরেকটি আনা হয়েছে বাজারের ব্যাগ। কুকুরের বিষ্ঠার একটি ছবি ঠিক ট্রাম্পের মাথায় বসিয়ে দেওয়া একটি চিত্র এতে রয়েছে। ডনাল্ডট্রাম্পডগপুপব্যাগস.কম’র আনা এই ব্যাগের দাম ৪ ডলার ৯৯ সেন্ট।  

বাংলাদেশ সময় ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।